কচাকাটা(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কচাকাটা থানার মাদারগঞ্জ কৃষ্ণপুর কালাডাঙ্গা ঘাটে গঙ্গাধার ও ব্রহ্মপুত্র নদের মিলিত স্রোত ধারায় প্রতিবছরের ন্যায় শনিবার চৈত্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে অষ্টমী স্নান ও গঙ্গা পুজা  অনুষ্ঠিত হয়। কৃষ্ণপুর কালাডাঙ্গা নমদাস পাড়া কেন্দ্রীয়  শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির কমিটির আয়োজনে এই অষ্টমী স্নান ও গঙ্গা পুজায়  দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩ সহস্রাধিক হিন্দু ধর্মালম্বীরা অংশ নেয়। আগত পুন্যার্থীরা স্নান ও গঙ্গা পুজায়   তাদের স্বর্গীয় পিতামাতার পিন্ড দান করেন। এই তিথিতে ব্রহ্মপুত্র স্নানে তারা পাপ মোচন সহ  মৃত্যুর পর ব্রহ্মলোকে গমন করবেন বলে তাদের ধর্মীয় বিশ্বাস।পুজা আয়োজক কমিটির সভাপতি শ্রী নিখিল চন্দ্র প্রধান ও সম্পাদক শ্যামল কুমার প্রধান জানান সকাল ৮টা ২ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত অষ্টমী স্নান ও গঙ্গা পুজা  চলে।  পুরোহিত্য করেন শ্রী গোপাল চন্দ্র চ্যাটার্জি, শ্রী কার্তিক চন্র ব্যানার্জি ও অন্যান্য পুরোহিতগন। কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম জানান  অপ্রীতিকর ঘটনা এড়াতে স্নানোৎসব ও পুজা নির্বিঘ্নে পরিচালনার জন্য কচাকাটা থানা পুলিশের পক্ষ থেকে অষ্টমী স্নানোৎসবে আগত পুর্ণার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *