প্রতিনিধি কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম এলাকার চরাঅঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একাধিক ড্রেজার মেশিন ও পাইপ আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করেন উপজেলা প্রশাসন।
রবিবার(১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব ধনিরাম এলাকায় গিয়ে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন পাইপ জব্দ করে তা জ্বালিয়ে দেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা। ড্রেজার ও পাইপ ধ্বংসকালে উপস্থিত ছিলেন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, বড়ভিটা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সহ অনেকে।