Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্র সাইদুর রহমান সোহান (২২) এর মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কামারজানি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।
এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারী নদীবন্দর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
নিহত সাইদুর রহমান সোহান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ জুম্মাপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সাইদুর রহমান সোহানসহ আরও ৪/৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারী নদীবন্দর বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সাইদুর রহমান সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা নদে দিনভর তল্লাশি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা কামারজানি থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।
চিলমারী নৌ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহম্মেদ জানান, সোহানের মরদেহ উদ্ধার করে তার পরিবারের হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *