ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি
কখনো সরকারি পাওয়া গাড়ি হাকিয়ে পিচ ঢালা পথ পেরিয়ে কখনো বা গ্রামীণ মেঠো পথ পায়ে হেঁটে এক এলাকা থেকে অন্য এলাকার উন্নয়নের কাজের উদ্বোধন করেই চলেছেন জয়পুরহাট-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। তিনি যেন জয়পুরহাট-১ আসনের উন্নয়নের কান্ডারী এবং বাংলার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর উত্তরসরী বর্তমান সরকারের প্রধান গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারক ও বাহক হিসাবে একের পর এক উন্নয়নের কাজ করেই চলেছেন। এরই মধ্যে শিক্ষা বান্ধব সরকারের সহায়তায় শিক্ষার মান উন্নয়নে শহর থেকে নির্ভৃত গ্রাম পর্যায়ের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টি নন্দন আধুনিক মানের একাডেমি ভবন নির্মাণ সম্পূর্ন করেছেন। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের কাজ দ্রুত গতিতে চলমান। কিছুদিন আগে এসব উন্নয়ন কাজের একটু ছন্দপতন ঘটেছিল মাননীয় এমপি মহদোয়ের একটু শারিরীক অসুস্থ্যতার কারনে। এমপির অসুস্থ্যতার খবরে জয়পুরহাটবাসী তখন মসজিদে মসজিদে দোয়া ও মন্দির গীর্জায় প্রার্থনায় অতিদ্রুত তিনি আরোগ্যলাভ করেন। কর্মিবান্ধব এ নেতা আরোগ্যলাভের পর আবার একের পর এক চালিয়ে যাচ্ছেন উন্নয়নের কাজ।
সরকারের নির্বাচনী ওয়াদা পূরনসহ সুদূর প্রসারী পদক্ষেপ বাস্তবায়নে এবং শেখ হাসিনার উন্নয়নের প্রতিনিধি হিসাবে (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) নির্বাচনী এলাকার কাজগুলো করেই চলেছেন দুদু এমপি। কয়েকদিন আগে দেখাযায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি। ওই সব কাঁচারাস্তায় গাড়ি যেতে না পারায় দলীয় নেতাকর্মিদের সঙ্গে নিয়ে মেঠো পথে হেঁটেই ছুটে চলছেন এক স্থান থেকে অন্য স্থানে উন্নয়ন কাজের উদ্বোধনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *