——————কলমে – মোল্লা হারুন উর রশীদ
আমার কিছু পরিচিত জন আছে
শুধু অহংকার দেখায়
তাদের বলি
তোমরা অহংকারী পথ থেকে সরে এসো।
তুমি চাকুরী করো
তাতে আমার কি
যে পেশায় থেকো না কেনো
এতে আমার কিছুই যায় আসে না।
তুমি সাংবাদিক, তুমি কবি অথবা যে পেশায় থেকো না কেন
তাতেই আমার কিছু যায় আসে না।
মিলিয়ে নিও তুমি তোমাকে
তুমি কে আমি কে?
আমি লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি
আমি তো অহংকারী হয় নি।
তাহলে ফিরিয়ে আসো পরিচিত জন
তোমরা ফিরিয়ে আসো
অহংকারের নীড় হতে।
তুমি ধরনীতে মেহমান
আমিও মেহমান
আর নিজেকে করোনা অপমান।