মারুফ সরকার ,ঢাকা :
দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারন সম্পাদক এস এম শাহাদাত বলেন, বন্যা পরিস্থিতে দেশের সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। বিত্তশালীদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
বুধবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এ আহ্বান জানান।
তারা দেশের বন্যা পরিস্থিতর অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হচ্ছে বণ্যা। করোনার মধ্যে বন্যার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং আগামীতে আরো বাড়তে পারে। বন্যায় হাজার হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেতৃদ্বয় বলেন, অসময়ের বন্যায় ফসল ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। কিছু মানুষ আশ্রয়হীন হয়েছে। এ বন্যা স্বল্পস্থায়ী হবে বলা হলেও এর অভিঘাত যেন বিপত্তিকর না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নজর রাখতে হবে। আমরা মনে করি, সবজি ও শস্যের বাজারেও দৃষ্টি রাখতে হবে। দুর্গত দশায় যারা পড়েছে দ্রুত তাদের সহায়তার ব্যবস্থা করা হবে-এটাই আমাদের প্রত্যাশা।
তারা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *