ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে ছানা-স্মৃতি বন্ধু মহল ও স্থানীয়দের উদ্যোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী (সাঃ)’কে কটুক্তি করায় এবং তার সমর্থনকারী বিজেপি নেতাকে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

সোমবার ৩০ শে সেপ্টেম্বর বিকেলে ঘঝালকাঠি কলেজ মোড় এলাকা থেকে ছানা-স্মৃতি বন্ধু মহল ও স্থানীয়দের উদ্যোগে গত আগস্ট মাসে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ)’কে কটুক্তি করায় এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনের মধ্যদিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের নেতৃত্ব দেন মোহাম্মদ মেহেদী হাসান সিয়াম সদস্য সচিব ছানা স্মৃতি বন্ধু মহল।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সাঃ) সম্পর্কে অশালীন মন্তব্য কোনো ধর্মপ্রাণ মুসলমানই মেনে নিতে পারে না। বক্তারা কটূক্তিকারী রামগিরি মহারাজ এবং সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় ইমানদার মুসলমানরা বিশ্বজুড়ে প্রতিবাদের আগুন জ্বালাবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সবশেষে সকল মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাতের পরে পুরোহিত ও বিজেপি নেতার কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে দাহ করার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *