কুড়িগ্রাম প্রতিনিধি
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও বিশ্ব মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনে প্রতিবাদ জানিয়েছেন উপজেলার ধর্মপ্রাণ মুসলমানগণ।কুড়িগ্রামের রাজারহাটে (২৮ সেপ্টেম্বর) শনিবার বিকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা শহরে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হাজারো তরুণ যুবক বৃদ্ধ মুসলিমবৃন্দের উপস্থিত হয়েছেন।
প্রতিবাদ সমাবেশে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবেনা এবং ভারতে মাইনরিটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার দাবি রেখে বক্তৃতা করেন মুসলিম নেতৃবৃন্দ।