ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে চলমান সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে বিএনপি ও জামায়াত নেতা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির উপজেলা সভাপতি অধ্যাপক কাজি গোলাম মুস্তফা, বিএনপি নেতা কাজি নিজাম উদ্দিন, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, সাবেক অধ্যক্ষ আবদুল্লা হেল বাকী, সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী,জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন , জামায়াতের উপজেলা সম্পাদক জৈষ্ঠ প্রভাষক আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আরোয়ারুল হক, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন, আলাউদ্দিন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দসহ ইউপি চেয়ারম্যান গণ উপস্থিথ ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সারা দেশের ন্যায় চলমান সন্ত্রাস, সংখ্যালঘু ও মন্দিরের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সকলেই এধরণের সমাজবিরোধী কর্মকান্ডের নিন্দা জানান এবং ভবিষ্যতে এধরণের কর্মকান্ড যে মহলেই পরিচালনা করুকনা কেন, তা প্রতিহত করার অঙ্গীকার করেন।