লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কৃত্বি সন্তান এলাহান উদ্দিন এর মঙ্গল গ্রহে জমি কেনার খবর পাওয়া গেছে। জানা গেছে, সম্প্রতি মঙ্গল গ্রহে এক একর জমি কিনেছেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার, এলাহান উদ্দিন। মঙ্গলবার (৭ আগস্ট) সেই জমির দলিলও পেয়েছেন হাতে। ম্যাপেও উল্লেখ রয়েছে কোথায় আছে তার জমি।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, আমরা পিছিয়ে থাকতে চাই না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো মঙ্গল গ্রহেও পা রাখবে বাংলাদেশিরা। যদি কোনো দিন বাংলাদেশি বিজ্ঞানিরা মঙ্গল গ্রহে পা রাখতে পারে তবে, তাদের গবেষণার কাজে উৎসর্গ করা হবে এই জমি।
জানা যায়, মঙ্গল গ্রহে জমি কেনার তালিকায় রয়েছেন বিশ্বের আরও এক কোটি ৩২ হাজার ২৯৫ জন। আগামী ২০২৩ সালে চার নভোচারীর প্রথম দলটি যাবে মঙ্গলে। ২০২৩ সাল নাগাদ মঙ্গল অভিযানের প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডসের কোম্পানি ‘মার্স ওয়ান’। সেই লক্ষ্যে টিকিটও বিক্রি শুরু করেছে তারা।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন আরো জানান, প্রযুক্তি থেমে নেই। মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছে নাসার ‘মার্স ২০২০ পার্সিভেরেন্স’ রোভারটি। পৃথিবীতে বসেই মঙ্গলে বাসস্থান গড়ার লক্ষ্যে কাজ করছে একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের এ কাজেও সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ। যেহেতু মঙ্গল গ্রহের গবেষণায় কাজ করেন বিখ্যাত বিজ্ঞানীরা, তাই তাদের মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব গবেষণায় ছড়ানোই আমার মূল লক্ষ্য।
এর আগে গত বছর ভারতের হুগলি শ্রীরামপুরের শৌনক দাস নামের এক বাঙালি মঙ্গল গ্রহে জমি কেনেন। তবে এ খবরে নানা বিতর্ক ও সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আবেদন করেছেন দুই লাখের বেশি মানুষ। তাদের মধ্যে এক লাখ ৫৮ হাজার জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। পরিকল্পনা অনুসারে, আবেদনকারীদের মধ্যে থেকে প্রথম ৪০ জনকে নির্বাচন করা হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে চারজনকে বাছাই করা হবে। তারাই যাবেন মঙ্গল গ্রহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *