রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের জিয়াত পুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর প্রথম স্থান অধিকারী ছাত্রী মোছাঃ মারুফা আক্তার। মারুফার স্বপ্ন পডালেখা করে জীবনে অনেক বড় হবে। কিন্তু তার স্বপ্নে নেমে এলো একোন বাধা! শিশুটির আবেগে কাঁদে আর বলে আমি বুঝি অন্যের মতো আর পড়াশুনা করে আমার স্বপ্ন পূরণ করতে পারবোনা।
আমিরুল ইসলামের এই কন্যা শিশুটি প্রায় ৩ বৎসর যাবৎ থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত। তার চিকিৎসা করতে দেশের বাহিরে নেওয়া দরকার। এর জন্য প্রয়োজন প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা। কিন্তু তার রিক্সা চালক বাবার পক্ষে এতটাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মারুফার পরিবার। আমাদের সহায্যে বেচেঁ যেতে পারে মারুফার জীবন,আসুর আমরা মারুফাকে বাঁচাতে এগিয়ে আসি।
#
মারুফাকে সাহায্য পাঠানোর ঠিকানা:অগ্রণী ব্যাংক লিমিটেড সেন্ট্রাল রোড শাখা,রংপুর।
সঞ্চযী হিসেব নাম্বার ১৪৯৮৬।বিকাশ ০১৭৫২০৬৮০৯১ (মারুফার পিতার নম্বর)