নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পে’র আওতায় পাট উৎপাদনকারী পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, রাজারহাটের আয়োজনে পাট বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম।

এ সময় উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবু মিয়া, উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কেরামত আলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জিয়াউর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এরপর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে মোট তিন হাজার কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রম চলে। প্রত্যেককে ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৩ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *