স্টাফ রিপোর্টার:
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে অদ্য ১২ অক্টোবর ২০২৪ইং শনিবার কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক, লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তিনি কুড়িগ্রাম দক্ষিণপাড়া (মিস্ত্রীপাড়া) সার্বজনীন পূজামন্ডপ, কুড়িগ্রাম বাজার কালি মন্দির, নব-বাজার পূজা মন্ডপ ও রাধাগবিন্দ মন্দির, বারোয়ারী পূজা মন্ডপ, নব-বারোয়ারী পূজা মন্ডপ, খানপাড়া শীতলার মাঠ পূজা মন্দির, দাদামোড় সংলগ্ন বৈশ্যপাড়া পূজা মন্দির এবং পুরাতন থানাপাড়া পূজা মন্ডপ পূজামন্ডপ সমূহের কার্যক্রম পরিদর্শনকালে পূজার সভাপতি, সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গের সাথে পূজার সার্বিক নিরাপত্তা বিষয়ক আলোচনা করেন। এ সময়ে তিনি বলেন, পূজা চলাকালীন এবং প্রতীমা বিসর্জনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে বিজিবি কর্তৃক সকল ধরনের নিরাপত্তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষনিক বিজিবি টহলদল কর্তৃক পূজামন্ডপ সমূহ নজরদারীতে রাখবে বলে সকলকে আশ্বস্ত করেন। পরিশেষে, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।