নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২০২২-২০২৩ অর্থ বছরে রাজশাহী সিটি করপোরেশনের জন্য ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) নগরভবন এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এই বাজেট ঘোষণা করেন।
একই সঙ্গে বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরের ৭ শত ৬৯ কোটি ২ লাখ ৯৪ হাজার ৭ শত ৪৪ টাকার সংশোধিত বাজেটও ঘোষণা করেন মেয়র।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, ‘আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিগত ২০২১-২০২২ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫ শত ৩৬ টাকা। যা উল্লিখিত সংশোধিত আকার দাঁড়িয়েছে।’
এবারের বাজেটের মূল বৈশিষ্টগুলো হচ্ছে- প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ উন্নয়নমূখী। আগামী ২০২২-২০২৩ অর্থ বছরে প্রায় আট শত কোটি টাকা উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে ।
মেয়র জানান, এবারের বাজেটে নতুন কোন বর্ধিত কর আরোপ করা হয়নি । বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সকল স্থাপনার উপর প্রচলিত নিয়মে কর ধার্য্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে করপোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে । উল্লেখ করা যেতে পারে, নতুন নতুন বাণিজ্যিক জোনে মার্কেট নির্মাণ কাজ চলমান রয়েছে।’
বাজটে শহরের পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে । এছাড়া শহরের সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে বাজেটে গুরুত্ব আরোপ করা হয়েছে । অবকাঠামো উন্নয়নের সাথে এগুলো রক্ষণাবেক্ষণের উপর এ বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে ।
বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাজেটে অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন, পার্ক, ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং সিটি করপোরেশনকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা ও জবাবদিহিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাজেটে নতুন বহুতল ভবন নির্মাণে সিটি করপোরেশনের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হবে। এতে সিটি করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি ইমারত, বহুতল ভবন নির্মাণে শৃঙ্খলা আসবে।
সংবাদ সম্মেলনে মেয়র রাজশাহী সিটি করপোরেশন গৃহীত নগরীর বড় বড় উন্নয়ন প্রকল্পের তথ্য পড়ে শোনান।
এসময় রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি আব্দুল হামিদ সরকার টেকন, ওয়ার্ড কাউন্সিলর ও সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *