মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
এই ঈদে ৬ পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তরুন নির্মাতা আসাদুজ্জামান আসাদ। নাটকের নাম ‘তুমি আমার মনের মানুষ’। হ্যালো আর্ট এর প্রযোজনায় এই ধারাবাহিকটির গল্প লিখেছেন মাহফুজ রহমান। এর আগে বেশ কয়েকটি খন্ড নাটক নির্মাণ করলেও এবারই প্রথম ধারাবাহিক নির্মাণ করেছেন আসাদ।

ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, মানসী প্রকৃতি, শিশির আহমেদ, মহসিন পলাশ,আমানুল হক হেলাল, ঝুমানা আহমেদ, তারেক মাহমুদ, এফ কিউ পিটার, তামান্না আজমীর, তামান্না সরকার প্রমুখ।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, খুব সুন্দর সাজানো গোছানো, সবুজ শ্যামল একটি গ্রাম। লিটন মিয়া দুই ছেলে নিয়ে এই গ্রামেই বসবাস। পেশায় একজন ব্যবসায়ী এবং গ্রামের কয়েকটি দোকানের মালিক। বড় ছেলে শানু, সে কুমার শানুর ডাইহার্ট ফ্যান এবং স্বপ্ন দেখে যে একদিন সে কুমার শানুর মত গায়ক হবে। তার গান টেলিভিশনে সারাদেশের মানুষ দেখবে। তাই তার বাবাসহ গ্রামের সবাই তাকে কুমার শানু বলেই ডাকে। অপরদিকে তার ছোট ভাইও তার থেকে কোন অংশে কম নয়। সেও আবার সনু নিগামের ভক্ত। সেও বড় ভাইয়ের মত একই স্বপ্ন দেখে। তাই সে গ্রামে সনু নিগাম নামে পরিচিত। এভাবেই এগিয়ে যায় ‘তুমি আমার মনের মানুষ’র ধারাবাহিক নাটকের পর্বগুলো।

নির্মাতা আসাদুজ্জামান আসাদ বলেন, এবারই প্রথম ধারাবাহিক নির্মাণ করছি। চলতি মাসের ১২ ও ১৩ তারিখে পুবাইলে নাটকটির শুটিং হয়েছে। নাটকে আমি গ্রামের পারিবারিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমার বেশিরভাগ নাটকই গ্রামীন আবহে নির্মাণ হয়ে থাকে। আমি এই ধারাটাই অব্যহত রাখতে চাই। ‘তুমি আমার মনের মানুষ’ ঈদের দিন সন্ধ্যায় চ্যানেল নাইনে এ প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *