নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় একই রাতে পৃথক পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) কচাকাটা থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে রাত্রিকালীন ডিউটি চলাকালে এসআই মোঃ তাজুল ইসলাম ও এসআই মোঃ রাবিউল ইসলাম তাদের পৃথক অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে এ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের হাসমত আলীর পুত্র মোঃ সুরুজ আলী (২৫) কে কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট সবদেরটারী হতে ৪৬ পিস ইয়াবা সহ রাত ৮ টা ৪৫ মিনিটে ও কচাকাটা থানার পূর্ব কেদারের আব্দুর রাজ্জাকের পুত্র বনী ইসলাম (২০) কে রাত ৪টা ৩০ মিনিটে ১ বোতল ম্যাজিক মোমেন্ট ও ১ বোতল কিংফিশার ভারতীয় মদসহ থানার কেদার ইউনিয়নের ছোট খামারের আজিবর চেয়ারম্যান মোড় হতে আটক করা হয়। তবে এসময় একই এলাকার আব্দুল কুদ্দুস প্রধানের পুত্র মাইদুল ইসলাম পালিয়ে যায়। সে সাথে একই রাতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের সরকারটারী গ্রামের আছিমুদ্দি ব্যাপাপীর পুত্র রোস্তম আলী (৪০) কে রাত ৯টা ০৫ মিনিটে কেদারের হাপাটারী সুইজগেট নামক স্থান হতে ১০ বোতল অফিসার চয়েজ(হুইজকি) মদ সহ আটক করা হয়।পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা পাওয়া তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। যাহার যথাক্রমে মামলা নং ১৫/ ১৯.০৪.২৩, ১৬/১৯.০৪.২৩, ১৭/২০.০৪.২৩।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *