মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম জেলার সদর, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপে  ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে শনিবার  (২৭.১১.২০২১) সকাল ৯ টার সময় নাগেশ্বরী, সকাল ১০ টার সময়   ফুলবাড়ী এবং দুপুর ১২ টার সময় কুড়িগ্রাম সদরে পুলিশ লাইন্স, মাঠে  আলাদা তিনটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এসময় এসময়  পুলিশ সুপার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে ভোট কেন্দ্র সহ নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ও আনসার সদস্য সহ ডিউটিতে নিয়োজিত সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন, এবং নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ কেন্দ্রের আইন শৃংখলা নিয়ন্ত্রণে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য কেন্দ্র ইনচার্জ দের নির্দেশ দেন। উক্ত ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা  অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)মোঃ রুহুল আমীন,উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
আল মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
উৎপল কুমার রায়, নাগেশ্বরী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার  মোঃ সুমন রেজা, রৌমারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এইচ এম মাহফুজার রহমান, কুড়িগ্রাম জেলা আনসারের ডেপুটি কমােন্ডন্ট ইবনুল হক,জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ শাহ আলম,কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ
খান মোঃ শাহরিয়ার,  নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ  মোঃ নবীউল হাসান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম,
সংশ্লিষ্ট উপজেলার  নির্বাচন অফিসার, কুড়িগ্রাম জেলার সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশ কুড়িগ্রামের উর্ধতন কর্মকর্তা ও নির্বাচনী এলাকায় দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *