কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক রোপনকৃত বৃক্ষরাজী সাবাড় করছে একটি চক্র। প্রায় গাছ কেটে নেয়ার ঘটনা ঘটলেও চক্রটি থাকছে ধরাছোঁয়ার বাইরে। ফলে চুরি থামছে না। গত ২৬ ফেব্রুয়ারি রেলের একটি কদমগাছ কাটার সময় স্থানীয়রা বাঁধা দিলে চোরেরা পালিয়ে যায়। পরে রেলের লোকজনকে খবর দেয়া হলে দু’দিন পর গাছ উদ্ধার করেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের কর্মকর্তারা।

গাইবান্ধা জেলার বামনডাঙ্গা রেলওয়েতে কর্মরত সিনিয়র সাব এসিসটেন্স অফিসার মো. কামরুজ্জামান জানান, স্থানীয়দের ফোন পেয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামে আসি। এখানে খেজুরের তল ও কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝামাঝি জায়গা থেকে একটি কদম গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার সাথে স্থানীয় মৃত: ধরেয়া মামুদের ছেলে আফছার, আফতারদি ও আব্দুস ছাত্তারের নাম শোনা গেলেও কাউকে সাক্ষি হিসেবে পাওয়া যাচ্ছে না। ফলে মামলার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন। কর্তনকৃত গাছটি পরে রেলওয়ের পিডব্লিউডি স্টোরে জমা করা হয়। প্রায় এভাবে গাছ কেটে নেয়া হলেও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে।

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ ঘটনার সত্রতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে লোক পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *