ফারহানা আক্তার জয়পুরহাট:
আসন্ন রমজান মাসে যৌক্তিক দ্রব্যমূল্য নির্ধারণে জয়পুরহাটে কৃষি বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর সভাপতিত্বে জেলার পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহীউদ্দীন জাহাঙ্গীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ রাহেলা পারভীন,
অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আব্দুল মওদুদ, কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায়, জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মহির উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, চেম্বার অফ কমার্সের সভাপতি হাকিম মন্ডল, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মাছ, মাংশ, সবজি, মুদি দোকানিসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, উল্লেখিত দামে বিক্রি ও প্রত্যেক দ্রব্যের উপর মূল্য ও প্রতিদিনের বাজারদর বোর্ডে লিখে না রাখলে এবং কোন ব্যবসায়ী কারসাজি করে সিন্ডিকেট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *