জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের দিগপাইত ইউনিয়নের মেঘা নয়াপড়াতে প্রতিবেশীর ক্ষতি সাধনের লক্ষ্যে পুকুর খননের অভিযোগ উঠেছে মৃত ইসমাইল শেখের ছেলে আবুল হোসেন গংদের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী মোতালেব হোসেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়- মোতালেব হোসেনের বাড়ীর পাশেই পুকুর খনন করছে আবুল হোসেন গংরা। গভীর খননের কারণে পুকুরের পাশে ৫টি বাড়ী ভেঙ্গে জান-মালের ক্ষতি হবার আশংকাও প্রকাশ করা হয়েছে অভিযোগে। মোতালেব হোসেন বলেন- আমাদের নানা অত্যাচারসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে আবুল হোসেন গংরা। পুকুর খননে বাধা দিলে আমাদের শারীরিক লাঞ্ছিত করার হুমকি প্রদান করেছেন তারা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

অভিযোগ প্রসঙ্গে আবুল হোসেন বলেন, আমি পুকুর ১টা দিছি ওরা আমার বাড়ীর দুইপাশেই অনেক গভীর করে ৩ টা পুকুর দিছে। আমার এক পুকুর দেয়া অন্যায় হলে ওদের ৩ পুকুর কি ন্যায়? আমিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

দেশের কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন-২০১৬-এর ৪ নম্বর ধারায় বলা আছে : (১) বাংলাদেশের যে সকল কৃষিজমি রয়েছে, তা এই আইনের মাধ্যমে সুরক্ষা করতে হবে এবং কোনোভাবেই তার ব্যবহারভিত্তিক শ্রেণি পরিবর্তন করা যাবে না। তবে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে কোনো বিশেষ ক্ষেত্রে এবং উদ্দেশ্যে প্রণীত বিধি মোতাবেক অত্র বিধানাবলি পরিবর্তন করা যাবে। (২) কৃষিজমি ব্যতীত অন্যান্য জমি একইভাবে সুরক্ষা করতে হবে। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করেই পুকুর খনন করছেন তারা।

এব্যাপারে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরাণ বলেন- আমি এমন অভিযোগ এখনও হাতে পাইনি। অভিযোগ হাতে পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *