ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে শুক্রবার ৮ ডিসেম্বর সকাল ১০ টায় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের পরীক্ষা জেলার ৩৪ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষা চলাকালে ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে পরীক্ষায় জালিয়াতি করার অপরাধে বিভিন্ন কেন্দ্র থেকে ০৯ জন পরীক্ষার্থীকে ডিজিটাল ডিভাইস গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামের পঞ্চানন চন্দ্রের ছেলে টঙ্কুনাথ বর্মন(৩০), আলশিয়া-ভকরগাঁও গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সোহানুর রহমান(২৮),পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আলিমউদ্দিনের ছেলে ওমর ফারুক(২৯), বালিয়াডাঙ্গী উপজেলার আলোকসিপি গ্রামের জামান আলীর ছেলে আনোয়ার খালেদ (২৮), রাণীশংকৈল উপজেলার মালিবস্তী গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৮),রুহিয়া থানার মধুপুর গ্রামের আজহারুল ইসলামের মেয়ে রোজিনা খাতুন(২৭)বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছাঃ হাসনা হেনা (৩০),পীরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের সমীরুল ইসলামের স্ত্রী মোছাঃ আর্জিনা(৩০)ও রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামের এনামুল হকের ছেলেমনিরুল ইসলাম মুনির(২৮)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর ১ম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাগুলোতে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭। ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান,পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষায় অশংগ্রহণ
কারীদের তল্লাশি করে ৯ জনের কাছ থেকে বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করেন কেন্দ্রের কর্মরত কর্মকর্তারা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *