শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি :
নাগেশ্বরীতে ইএসডিওর বাস্তবায়নে প্ল্যাান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় প্রকল্প ব্যবস্থাপক মতিয়া বেগম মুক্তির পরিচালনায় ২৮ ফেব্রুয়ারী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধারিয়ারপার মোল্লা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (গাবতলা) মাঠে জেন্ডার রেসপন্সিভ স্কুল ও কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস,জিআরএসসিএসআই প্রকল্পের বন্যা, অগ্নিকান্ড ও ভুমিকম্প বিষয়ক মহড়া প্রর্দশন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম, বল্লভের খাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক, ইএসডিওর একাউন্টস এন্ড এ্যাডমিন অফিসার রহমতুল্লাহ, মনিটরিং অফিসার মোক্তারুল, ফিল্ড অফিসার লাইলি বেগমসহ সাংবাদিক, শিক্ষক/শিক্ষার্থী,ও স্থানীয় ব্যাক্তিবর্গ। স্থানিয়রা জানান মহড়া প্রর্দশন এবং আলোচনা সভায় অনেক কিছুই জানা গেলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *