নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে পাকিস্থানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যেগ ‘শেকড়’ এর আয়োজনে শুক্রবার সকাল ১১টায় প্রতীক মুক্ত থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের হয়। এতে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ। এটি শহর প্রদক্ষিণ শেষে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু বকর সরকার, মজিবর রহমান বীরবল, মতিয়ার রহমান নান্টু, শেকড় সভাপতি মনোয়ার হোসেন সিদ্দিকী, সাধারন সম্পাদক লিটন চৌধুরী, এস.এম রওশন আলম, জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, প্রেসক্লাব সম্পাদক পাভেল জামান, গোলাপ খা শিশু সদনের পরিচালক রবিউল ইসলাম খান, আ.ম.প আনিছুর রহমান, এ্যাড. সোলায়মান আলী প্রমুখ।
উল্লেখ্য ৭১ এর ২০ নভেম্বর উপজেলার রায়গঞ্জে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর প্রবল আক্রমনে পাক বাহিনীর ২৫ পাঞ্জাব রেজিমেন্ট পিছু হটে নাগেশ্বরীর দক্ষিন ব্যাপারীহাটে শক্ত ডিফেন্স গড়ে তোলে। এরপর মুক্তিবাহিনী ও ভারতীয় বিএসএফএর ১২ রাজপুতনা রাইফেলস সংগঠিত হয়ে ২৮ নভেম্বর রাতে আবারও তাদের উপর সাড়াশী আক্রমন চালায়। পরাজিত পাক সৈন্যরা ২৯ নভেম্বর ভোরে দক্ষিণ ব্যাপারীহাট ছেড়ে কুড়িগ্রামে পালিয়ে যায়। পাকিস্থানী হানাদার মুক্ত হয় নাগেশ্বরী। উল্লাসে ফেটে পড়া নাগেশ্বরীবাসী জয় বাংলা ধ্বনিতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। সর্বত্র উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *