আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥
“সবাই মিলে শপথ করি,দূর্নীতিবাজদের ঘৃনা করি” এই শ্লোগানকে সামনের রেখে দূর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লার সহকারী পরিচালক আহসানুল করীম পলাশ ও জেলা দূর্নীতি প্রতিরোধে কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়ার সাথে কমিশন কর্তৃক মনোনীত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত নাসিরনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধে কমিটির সাথে মতবিনিময় সভা আজ মঙ্গলবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আকতার হোসেন ভুইয়া,সহ-সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল মোতালিব, সদস্য অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ হাবিবুর রহমান,সমাজ কর্মী ও সদস্য শিবলী চৌধুরী, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য হাবিবুর রহমান শেখ, সদস্য ও জেলা পরিষদের মহিলা সদস্য শাহিনা খানম। সভায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরকে আর্থিক সহযোগিতা হিসেবে কমিশন কর্তৃক ৭৫০০ টাকা করে ১৫ হাজার টাকার প্রদান করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ আলমগীর মিয়া উপস্থিত ছিলেন। পরে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লার সহকারী পরিচালক আহসানুল করীম পলাশ ও জেলা দূর্নীতি প্রতিরোধে কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ লিয়াকত আলীর সাথে সাক্ষাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *