এস.এম. সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউনিয়নে রং মিস্ত্রী রফিক গাজীর বসতঘর গুড়িয়ে দিয়েছে প্রভাবশালী প্রতিপক্ষ। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। হামলায় আহত হয়েছে ৩। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, ২ এপ্রিল গাজিরঘাট ১নং ওয়ার্ডে রং মিস্ত্রী রফিক গাজী ২০২০ সালে সালেক শেখ ও স্ত্রী হেলেনা বেগমের কাছ থেকে ১২১৩ ও ১২৮৬ দুটি দাগে ৩৩ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে রফিক গাজী। গত ২ এপ্রিল বসত বাড়িতে গিয়ে শাহাজাহান শেখ ও তার লোকজন দখলের উদ্যোশে বসতবাড়ি ভাংচুর করে। এতে বাঁধা দিলে মুনসুর গাজীর ছেলে রফিক গাজী (৩২) ও স্ত্রী অন্তরা বেগম (২২), বোন কহিনুর বেগম (৩৫)। গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ২০২১ সালে সালেক শেখের কাছ থেকে শাহাজাহান শেখ ক্রয় করে রফিক গাজীর দাগ উল্লেখ করে জমি রেজিষ্ট্রি করে নেয় সালেক শেখের কাছ থেকে।
এ সর্ম্পকে দিনমজুর রফিক গাজী বলেন, সালেক শেখ ও স্ত্রী হেলেনা বেগমের কাছ থেকে দুটি দাগে মোট জমি ৩৬ শত জমি রয়েছে। আমার কাছে বিক্রি করেছে ৩৩ শতক। বাকি ৩ শতক জমি মন্নান শেখের দখলে রয়েছে। জানাগেছে, দুটি দাগে সত্ত¡ পাওয়া যায়নি। প্রভাবশালী মহলটি জমি দখলের জন্য হামলা চালিয়েছে। এ হামলায় দিনমজুরের স্ত্রীর স্বর্ণালংকার নগদ টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিস্বাধন করে। আমি প্রশাসনের প্রতি তদন্তপূর্বক বিচারের দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *