ডা: মনিরুল ইসলাম ( মনির ডাক্তার)

দেহে পানি তাপের সমতা রক্ষা করে, এছাড়া কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, কোষ ও তার অঙ্গগুলোকে ধারণ করে কিডনিকে ভাসমান সুরক্ষিত রাখে, বডিতে অক্সিজেনের সাথে বিক্রিয়ার সহযোগী,
মানবদেহের চার ভাগের তিন ভাগই পানি, মানব দেহ বাঁচিয়ে রাখার জন্য পানি একান্ত প্রয়োজন,তাইতো বিজ্ঞান নাম দিয়েছে পানির অপর নাম জীবন।

মানবদেহে পানিবাহিত যেসব রোগ হয়⁉️

টাইফয়েড জ্বর, স্কাবেক্স (খোস পাঁচড়া), ফাংগাল ডিজিজ (ছত্রাক সংক্রমণ),রিংওম (দাঁদ) ড্যানড্রাফ( খুশকি), আর্সেনিক (সেঁকোবিষ), লিকুরিয়া (সাদা স্রাব), গ্যাস্ট্রিক (অম্বল), এসিডিটি (অম্লতা), ডিসেন্ট্রি, কলেরা, বমি, ডিস্পেপসিয়া (বদহজম) ইত্যাদি সহ কাপড়চোপড় পর্যন্ত আক্রান্ত হয় আয়রন পানি দ্বারা।
উল্লেখযোগ্য এই পানির সংক্রমিত ঝুঁকিতে বেনাপোল বাসি।
আসুন জীবন স্বাস্থ্য যার যার
বিশুদ্ধ পানি উত্তোলনের দায়িত্ব সবার

আসলেই কি পানির অপর নাম জীবন?❓❓
বেনাপোল বাসির বিশুদ্ধ পানি উত্তোলনের
উপায় /আমার মতামত
বেনাপোলে স্থানীয় সরকার ও সমাজপতিদের দৃষ্টি আকর্ষণ…
হয় সরকারি অর্থায়নে অথবা প্রতিওয়ার্ডে পাঁচটি ফ্যামিলির ঐক্য অর্থায়নের মাধ্যমে একটি করে বিশুদ্ধ আর্সেনিকমুক্ত ডিপ টিউবওয়েল ব্যবস্থা করা হোক
বিশেষ: দ্রব্যষ্ট : যদিও বেনাপোল পৌরসভার কর্তিক ক্রিয়েটিভ পারসন মেয়র জনাব (আশরাফুল আলম লিটনের) উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছিল যা অজ্ঞাত কারণে অনেকেই ব্যবহার করতে পারছেন না।
স্বাস্থ্য দায়বদ্ধতা থেকে ( মনির ডাক্তার)
প্রাথমিক চিকিৎসক/সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিত বেনাপোল উপশাখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *