ক্রাইম রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহতের দাফনের ৫ মাস ২ দিন পর কবর থেকে গলিত লাশ উত্তোলন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় কড়া পাহাড়ায় ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে মাছেদুল ইসলাম মাসুদ রানা (৩২) এর লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করে পুলিশ। জানাগেছে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের ফজলুল হকের পুত্র মাছেদুল ইসলাম মাসুদরানা বৈদ্যতিক সংযোগের তার সরাতে গিয়ে গত ২৩ এপ্রিল/২০১৬ তারিখে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করলে তার পিতা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা তদন্তের পর থানায় একটি ইউডি মামলা করে যার নং ০৬/১৬ তারিখ ২৩/৪/২০১৬ ইং। পুলিশ লাশ থানায় আনার পর নিহতের আত্মীয় স্বজনরা লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও থানা ইনচার্জের নিকট লিখিত অনুমতির আবেদনের প্রেক্ষিতে পরেরদিন নিহতের পিতা ফজলুল হক,চাচা দুলাল হোসেন ও স্ত্রী রতনা বেগম মুচলেকা দিয়ে লাশ বাড়িতে নিয়ে দাফন করে। এদিকে ঘটনার প্রায় ২ মাস পরে নিহতের স্ত্রী রতনা বেগম গত ১৯ জুন/২০১৬ ইং তারিখে কুড়িগ্রাম জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে তার স্বামীকে বিদ্যুৎ ষ্পৃষ্টে হত্যা করা হয়েছে মর্মে একটি হত্যা মামলা করে।আদালত মামলাটি আমলে নিয়ে ভুরুঙ্গামারী থানায় এজাহার হিসাবে গন্য করার নির্দেশ দিলে থানা ইনচার্জ ১১ জুলাই /২০১৬ তারিখে মামলাটি রুজু করে যার জি,আর মামলা নং ১০১/১৬ ।
মামলার বাদী রতনা বেগমের আবেদনের প্রেক্ষিতে আদালত লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করলে গত মঙ্গলবার সহকারী কমিশনার (আরডিসি) আল আমিন পারভেজ এর উপস্থিতিতে লাশ উত্তোলন করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম, এস আই জামিউল ইসলাম প্রমুখ। দীর্ঘদিন পরে লাশ উত্তোলনের কারন সম্পর্কে এলাকাবাসী জানায় মামলার বাদী মোছাঃ রতœা বেগমের শ্বশুর মোঃ ফজলুল হক ও চাচা শ্বশুর মোঃ দুলাল হোসেন তার সহোদর ভাই- ভাতিজাদের বিরূদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে ভূয়া চু্ক্তিপত্র সম্পাদন ও বিভিন্ন মিথ্যা মামলা আনয়ন করে (কোর্ট পিটিশন নং-৪৯৭/-১৫ইং এবং জিআর-৩০/১৬ইং, সিআর-১৭/১৬ইং, ৩২/১৬ইং অন্য, ১২৫/১৫ইং অন্য) একাধিক মামলা খারিজ হওয়ার কারনে উক্ত হত্যা মামলার স্বাক্ষী নিহতের পিতা ফজলুল হক ও চাচা দুলাল হোসেন তাদের ভাই-ভাতিজাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদী কর্তৃক অপকৌশলে হত্যা মামলাটি করে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *