ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
নারীর সম অধিকার.সমসুযোগ এগিয়ে নিতে হউক বিনিয়োগ এই স্লোগানকে সামনে রেখে বেসরকারী সংস্থা উদ্দীপন নাগেশ্বরী অঞ্চলের আওতায় ভুরুঙ্গামারীর বাঁশজানী নারী প্রগতি শাখার আয়োজনে ৮ মার্চ ২০২৪ ইং শুক্রবার আলোচনাসভা,র‌্যালী,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এসময় একটি র‌্যালী বাঁশজানী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে উদ্দীপন বাঁশজানী নারী প্রগতি শাখার
ব্যবস্থাপক মোছাঃ আছিয়া খাতুনের সভাপতিতে নারী দিবসের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস ছবুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশজানী সরকারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বায়েজিদ হোসেন। নারীদের প্রতিটি ক্ষেত্রে সমঅধিকার,সমসুযোগ দিয়ে দেশ ও জাতির উন্নয়নে নারীদের বিশেষ ভুমিকা রাখার সুযোগ প্রদানের আহবান জানিয়ে বক্তব্য রাখেন উদ্দীপনের প্রবীন ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচির প্রোগ্রাম কো-অডিনেটর মোঃ আব্দুল আজিজ। এসময় উদ্দীপন ভুরুঙ্গামারী শাখার শাখা ব্যবস্থাপক,মাঠকর্মী,হিসাব রক্ষণ অফিসারসহ বিভিন্ন সংগঠনের নারী সদস্য,প্রবীন ও প্রতিবন্ধীসহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রবীন ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে ছাতা এবং
বাঁশজানী নারী ফুটবল টীমের খেলোয়ারদের মাঝে একটি ফুটবল বিতরন করা হয়। সর্বশেষে বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী আব্দুল মালেক সরকারের পরিচালনায় ও ভাওয়াইয়া শিল্পী মজিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় দুধকুমর নাট্য সংস্থার শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *