ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক মুক্তিযোদ্ধার পোষা কুকুরকে বিষ মিশ্রিত খাবার দিয়ে হত্যা করায় থানায় অভিযোগ দায়ের করেছে ঐ মুক্তিযোদ্ধার সন্তান।ঘটনাটি ঘটে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের হুচারবালা গ্রামে। অভিযোগে জানাগেছে চরভুরুঙ্গামারী ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানের পুত্র আমিনুর রহমান বাড়িতে প্রায় ৩ বছর পুর্বে একটি কুকুর পালন করে আসছেন। এদিকে একই গ্রামের মৃত আলিমুদ্দিনের পুত্র কিসমত আলী(৪৫) ও তার স্ত্রী সাবানা বেগম(৪০) শত্রুতার জের ধরে সকাল সাড়ে ১১ ঘটিকার সময় কীটনাশক বিষ মিশ্রিত খাবার দিয়ে হত্যা করে। বিষ মিশ্রিত খাবার দিয়ে পোষা কুকুরকে হত্যার কারন জানতে চাইলে উপরোন্ত কুকুর হত্যাকারী কিসমত-সাবানা দম্পতি ঐ মুক্তিযোদ্ধা মজিবর রহমানের পুত্র আমিনুর ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং অশ্লীল গালিগালাজসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করায় রাতেই ভুরুঙ্গামারী থানায় কুকুর হত্যার জড়িত ঐ দম্পতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ দায়ের করেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অনতি বিলম্বে নিরীহ পোষা প্রানীদের হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *