ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক প্রতারকে আটক করা হয়েছে। জানা গেছে গ্রামীন টাওয়ার স্থাপন করার কথা বলে উপজেলার  পাইকের ছড়া ইউনিয়নের  পাইকডাঙ্গা গ্রামের  ৪ ব্যক্তি ও নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস গ্রামের এক জনের  নিকট  হতে মোট ১ লক্ষ ৮৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতাক রাহুল খান ছিট পাইকের ছড়ার সৈয়দ আলী ১ লক্ষ টাকা ,মজনু মিয়া, ফজলু মিস্ত্রি ও কফিল উদ্দিন প্রত্যেকে ২১ হাজার টাকা ও বল্লভেরখাসের মিজানুর মিয়া ২১ হাজার টাকা মোট ১ লক্ষ ৮৪ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারক রাহুল খান (২৮)  ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদরজি গ্রামের সিরাজুল খানের পুত্র। প্রতারক রাহুল নিজেকে গ্রামীন ফোনের চিপ ইন্জিনিয়ার পরিচয় দিয়ে তাদের জমিতে ভাড়ার বিনিময়ে গ্রামীন ফোনের টাওয়ার নির্মাণ করার কথা বলে এই টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারকের নিকট ১ লক্ষ৪৬ হাজার টাকা টাকা বিভিন্ন লোকের ভোটার আইডি, জমির কাগজ পত্র  পাওয়া গেছে।  পাইকের ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে জানান প্রতারক রাহুলকে প্রতারিতরা ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *