মো নাজমুল হুদা মানিক \
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জেলা আইনজীবী সমিতি ও  ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান এর ১ম মৃত্যু বাষিকীতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মরহুমদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে। ১২ আগষ্ট সকাল ৯টায় নগরীর গোলকীবাড়ী কবরস্থানে এ সময় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,  জেলা নাগরিক আন্দোলন এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, জেলা আওয়ামী লীগ ও নাগরিক আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম,  জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, জেলা নাগরিক আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মো: সিরাজুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বীর আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মফিজুন নুর খোকা, দপ্তর সম্পাদক শহিদুর রহমান শহিদ, ময়মনসিংহ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসির সভাপতি মাহবুব বিন সাইফ, সদস্য খন্দকার সুলতান আহমদ, প্রয়াত অ্যাডভোকেট আনিসুর রহমান খান এর পুত্র খান মেহেদী হাসান, অধ্যাপক খান সাদী হাসান, জেলা যুব লীগের সদস্য কাজী মিল্টন, মো: মানিকুজ্জামান মানিক,  মো: শামীম রাজ্জাক হিমেল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জেলা আইনজীবী সমিতি, পেশাজীবী সমন্বয় পরিষদ ও নাগরিক আন্দোলনের সভাপতি, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের রুপকার অ্যাডভোকেট আনিসুর রহমান খান এর ১ম মৃত্যবার্ষিকীতে গুলকীবাড়ি কবরস্থানে ১২ আগস্ট সকাল ৮টায় অ্যাডভোকেট আনিসুর রহমান খান স্মৃতি পরিষদ, ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগ সমিতি ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সদস্য  অ্যাডভোকেট  আবুল কাশেম, অ্যাডভোকেট ফারুক আহাম্মদ, অ্যাডভোকেট হাবিবুজ্জামান খুররম, অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, মতিউর রহমান ফয়সাল, ময়মনসিংহ বিভাগ সমিতির নেতা অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার এ. কে. এম শামীম রেজা, সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মফিজুন নূর খোকা, অ্যাডভোকেট আনিসুর রহমান খান এর পুত্র খান মেহেদী হাসান, অধ্যাপক খান সাদী হাসান, নোমান হাসান খান, তারেক হাসান খান ও মামুন হাসান খানসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। পরে বেলা ২টায় জেলা আইনজীবী সমিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর পক্ষ থেকে বাদ আছর জুবলীঘাট আল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং বিকাল ৫টায় নাগরিক আন্দোলন কাযালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *