ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভারত থেকে ধেয়ে আসা পানির তোড়ে ফুঁসে উঠছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মহানন্দা নদী। বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত না হলেও ভারত থেকে ধেয়ে আসা পানির তোড়ে মহানন্দা নদী ফুঁসে উঠাতে আত্মংক বিরাজ করছে ভোলাহাট উপজেলাবাসির। এদিকে টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমির ফসল তোলা নিয়ে দুঃশ্চিন্তায়। জলাশয়গুলোতে ছেড়ে রাখা মাছ পানিতে ভেসে যাওয়া, রাস্তার গর্তের সৃষ্টি হয়ে চলাচলে বাধা সৃষ্টিসহ নানা সমস্যায় আঁড়ে ধরেছে মানুষকে। ঠিক এমন মুহূর্তে বন্যার পানিতে উপজেলাটিকে ভাসিয়ে দিলে ঢাঁই নেয়ার জায়গাটি খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে বলে আশংকা করছেন এলাকাবাসি। বিপদ আসার পূর্বেই সরকার সংশ্ল্ষ্টি দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সর্তকতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দাবী করেছেন উপজেলাবাসি। সচেতনমহল মনে করেন, মহানন্দা নদীর পানি বজরাটেক, পোল্লাডাংগা, ময়ামারী গ্রামের বাঁধ ভেঙ্গে প্রবেশ করলে উপজেলার ৩টি ইউনিয়ন ভোলাহাট, গোহালবাড়ী ও দলদলীর মানুষ চরম বিপদের মধ্যে পড়বে। ফলে এখনি পূর্ব সর্তকতা জারি করার প্রয়েজনীয়তা সচেতনমহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *