ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারী স্বোচ্ছাসেবী সংস্থা শুক্রবার বজরাটেক সবজা হাই স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ২০১২সালে গড়ে উঠা একটি মানবিক সাহায্য সংস্থা Yes BD র আয়োজনে উপজেলার অসহায় ২শত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে। এছাড়া কম্বল বিতরণ শেষে অসহায় মানুষদের মানুষিক তৃপ্তি দিতে বিভিন্ন স্থানের কন্ঠ শিল্পিদের দিয়ে জমকালো আয়োজনে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার প্রধান নির্বাহী মুহম্মদ জীবন আলী তার বক্তব্যে জানান, তারা ভোলাহাটসহ রাজশাহীবাসি তথা সারা বাংলাদেশে আর্তমানবতার ডাকে চিকিৎসাসেবা, পথশিশু ও ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করা, সাধ্যমত বিনা পয়সায় ঔষধ সরবরাহ, রক্তদান, অনাথ-দরিদ্রদের সেবাদান ও আত্মকর্মসংস্থানের সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সবজা হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস শুকুর। প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ডাক্তার আশরাফুল হক চুনু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, শিক্ষক কালু, সংস্থার পরিচালক সামিউল ইসলাম হৃদয়সহ অন্যরা। সংস্থা কতৃপক্ষ আগামীতে শীতবস্ত্রের পরিমাণ বৃদ্দি করবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *