মৌলভীবাজার সংবাদদাতা ঃ মৌলভীবাজারকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হয়েছে আজ ৭ সেপ্টেম্বর সকালে। “ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর তাদের সুস্থ্য ও সুন্দর জীবন বিনির্মানে বাল্যবিয়ে রোধ করবো এবং গড়ে তুলবো সামাজিক আন্দোলন”- এ শপথবাক্য পাঠের মধ্যদিয়ে মৌলভীবাজার জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হয়। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে মৌলভীবাজার সরকারী কলেজ অডিটোরিয়ামে এ শপথবাক্য শপথ পাঠ করান শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমদ। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আজিজুর রহমান, পৌরমেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি কামাল হোসেন। শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শপথ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এর উল্লেখ্য, সিলেট বিভাগের মধ্যে সর্বপ্রথম মৌলভীবাজার জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হলো। এর আগে জেলার ৭টি উপজেলাকে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমদ বাল্য বিবাহের কারনে শারীরিক, মানসিক ও সামাজিক কুফল সম্পর্কে জনগনকে সচেতন হবার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *