moulvibazar-chess-1

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে জেলা দাবা সমিতির আয়োজনে ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের পৃষ্ঠপোষকতায় প্রথম মেয়র কাপ উন্মুক্ত দাবা প্রতিযোগিতা পৌর জনমিলন কেন্দ্রে গতকাল ৮ অক্টোবর শনিবার বিকেল ৪টা থেকে শুরু হয়েছে। উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এ উন্মুক্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। মৌলভীবাজার পৌরসভার মেয়র ও টুর্ণামেন্টের পৃষ্টপোষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা দাবা সমিতির সাধারন সম্পাদক আবুল কালামের পরিচালনায় সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাজী সাইফুল তারেক, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, মৌলভীবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল হক শুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুশতাক আহমদ মম্। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ সিলেট বিভাগের প্রথম আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়– এম. মছব্বির আলীর সাথে খেলা শুরুর মাধ্যমে দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। পরে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ একসঙ্গে সিলেট বিভাগের ৪০ জন দাবাড়–র সাথে এক চ্যারিটি ম্যাচে অংশ নেন। এ প্রতিযোগিতা চলবে ১১ অক্টোবর পর্যন্ত মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে। সিলেট বিভাগের ৭০ জন দাবাড়– নিয়ে সুইসলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান অর্জনকারীকে প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হবে। সমাপনী বক্তব্য মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন- দাবা খেলার সাথে জেলা ক্রীড়া সংস্থার লটারীর কোন সর্ম্পক নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *