মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজঃ
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি কর্তৃক রংপুর বিভাগের পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগনকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে অলংকিত করেছেন ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম।
১৫ জুন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ হলেন জনাব সৈয়দা জান্নাত আরা, পুলিশ সুপার, কুড়িগ্রাম (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, দিনাজপুর (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, লালমনিরহাট, (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মুঃ মাসুদ রানা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আরআরএফ, রংপুর (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, নীলফামারী (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), দিনাজপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের স্পাউসগণসহ রেঞ্জ অফিসে কর্মরত সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পদোন্নতি নীতিমালা অনুযায়ী পুলিশ বিভাগে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্য পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচিত হন এবং যথাযথ প্রক্রিয়া শেষে পদোন্নতি লাভ করে থাকেন। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‌্যাংক ব্যাজ অলংকরণ উপলক্ষ্যকে স্মরণীয় করতে এবং তাঁর কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে জ্যেষ্ঠ কোন পুলিশ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে উক্ত পদোন্নতিপ্রাপ্ত সদস্যের র‌্যাংক ব্যাজ অলংকরণ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *