কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম শহরের বুকে প্রথম স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলনকারী বাহিনীর কমান্ডার রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতীক সংবর্ধিত হয়েছেন।

“এফএফ কমান্ডার্স ফোরাম-১৯৭১” নামক একটি সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ফাউন্টেন হোটেলে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতীক সংবর্ধিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জগলু চৌধুরীর সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০ জন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার অংশ নেয়। আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এমপি নুরুদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা কথা সাহিত্যিক ইসহাক খান আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এবং পবিত্র সংসদ ভবন প্রাঙ্গণ থেকে কবর অপসারণের দাবী জানায়। অনুষ্ঠানে দুই জন নারী বীর মুক্তিযোদ্ধার হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। “এফএফ কমান্ডার্স ফোরাম-১৯৭১” কর্তৃক কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতীক সংবর্ধিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আব্দুল খালেক ফারুক সম্প্রতি তার লেখা “মিলিটারি ক্যাম্পে গুপ্তচর” নামক একটি বইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতীককে নিয়ে একটি গল্প লিখেছেন। যা সব মহলে সমাদিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *