mail.google
শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার :: লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ কাটার সিদ্ধান্ত বাতিল ও সুন্দরবনের সন্নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবীতে মৌলভীবাজারের তরুন-যুবদের উদ্যোগে সংগঠিত ৫টি সংগঠনের জোট “তরুন সামাজিক উদ্যোক্তা ফোরাম” এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ১লা আগষ্ট সোমবার সকালে। ধ্র“বতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আহবায়ক মাহমুদ এইচ খান ও ডোরা প্রেন্টিস এর সঞ্চালনায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক সৈয়দ তফাজ্জল হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মশাহিদ আহমদ, রুপান্তর ফাইন্ডেশনের চেয়ারম্যান মুজাহিদ উদ্দিন ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর পরিচালক শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের যুগ্ন আহবায়ক জাবেদ ভূূঁইয়া, সদস্য উত্তম দাশ, ধ্র“বতারা ইয়ুথ ডেভলাপমেন্ট ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক এম এ সামাদ, উই ফর বাংলাদেশ’র চেয়ারম্যান শাহ্ ফাহিম, শিশু সম্পাদক রকিবুল ইসলাম রাহী, তারুন্য মৌলভীবাজার’র প্রতিষ্ঠাতা সভাপতি এম মাহবুবুর রহমান মান্না, সহ-সভাপতি সজিবুল ইসলাম তুষার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইশরাত জাহান চৌধুরী, রাজনগর ডিগ্রী কলেজের সংগঠক টুম্পা দেবী প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ কাটার সিদ্ধান্ত বাতিল ও রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবীতে মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *