লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে তালিম প্রধান (২৭) নামে ১ যুবককে জঙ্গি তৎপরতার মামলায় পৃথক ৪টি ধারার অপরাধে মোট সাড়ে ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ মার্চ) দুপুরে এ রায় দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।

সাজাপ্রাপ্ত জঙ্গি তালিম প্রধান পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।

লালমনিরহাট আদালত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে
তালিম প্রধান ও আব্দুস সবুরের বিরুদ্ধে গত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর পাটগ্রাম থানায় একটি মামলা করা হয়।

মামলাটি প্রথম তদন্ত করেন পাটগ্রাম থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) আজমীর হোসেন। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা হিসেবে গত ২০১৯ সালের ৩০ জুন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রংপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান।

২ আসামিই গ্রেফতার ছিলেন। পরে আব্দুস সবুর জামিনে বের হন। আলোচিত এ মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান অভিযুক্ত তালিম প্রধানের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত তালিম প্রধানকে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬(২) ই ধারায় ১৪ বছর, একই আইনের ৮ ধারায় ৬ মাস, ৯ ধারায় ৭ বছর ও ১৩ ধারায় ৫ বছরের জেল দেওয়া হয়। সব মিলে ২৬ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এ রায়ে সবগুলো সাজা একই সঙ্গে কার্যকর হবে। আসামির হাজবাসকালীন সময় সাজা থেকে বাদ দেওয়া হবে। অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলায় জামিনে থাকা অপর আসামি আব্দুস সবুরকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *