আশানুর রহমান আশা ,বেনাপোলঃ
যশোরের শার্শায় ৫ লক্ষ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার নাভারন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চাঁদপুর জেলার খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও কুমিল্লা জেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

বিজিবি জানায়, গোপন খবরে উপজেলার
নাভারন উলশী পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।
পরে, প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লক্ষ ইউএস ডলার পাওয়া।
যার আনুমানিক সিজারমূল্য ৪,৪০,০৫,৩০০ (চার কোটি চল্লিশ লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *