কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দ্বারা মানসিক ও শারীরিকভাবে নির্যাতন এবং মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ ও মানববন্ধন হয়েছে ।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা সদরের কলেজ মোড়ে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন
বিষয়ক সংগঠন গনকমিটির ব্যানারে এবং বেলা ১টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে পৃথক ভাবে এ দুটি প্রতিবাদী কর্মসূচি পালিত হয় ।

পৃথক দুটি প্রতিবাদী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু,সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব,প্রথম আলোর প্রতিনিধি সফিখান, গনকমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্ডকার আরিফ, সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের,রাষ্ট্রচিন্তার সদস্য দিল্লুর রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম রিগান প্রমুখ ।

প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিশর্ত মুক্তি দাবি করেন এবং দোষীদের শাস্তি দাবি করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *