কাজী শাহ আলম হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লাললমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়ার প্রায় তিন একর ফসলি জমি বালু-মহাল বন্ধের দাবীতে স্থানীয় ভুক্তভোগী কৃষকরা মানববন্ধন করেছে।

শনিবার দুপুরে উপজেলার উত্তর পারুলিয়া চরে স্থানীয় কৃষকরা ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, স্থানীয় কৃষকদের মধ্যে হুমায়ুন কবির, মনিরুজ্জামান, দেবাশীষ রায়, জাদু মিয়া, শফিকুল ইসলাম, ইব্রাহীম, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তাগন বলেন, এখানে আমাদের অনেকের বসতভিটে রয়েছে। তিস্তা নদীর জেগে উঠা চরে ভুট্টা, মরিচ, পিঁয়াজ, আলু, রসুনসহ নানাবিধ ফসল ফলানো হয়। যা দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে রয়েছি। কিন্তু ওই জমিতে বালু-মহাল করা হলে আমরা পথে বসে যাবো। ওই জমিতে বালু-মহাল করার প্রক্রিয়া বন্ধ ও রেকর্ড সংশোধনের দাবী করছি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লোকমান হোসেন বলেন, বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে বিআরএসে খাস খতিয়ানভুক্ত তিস্তার চরাঞ্চলের কয়েকটি স্থানে বালু-মহাল করার প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে স্থানীয় কৃষকদের আপত্তি থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *