মোঃ মসলেম উদ্দিন নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে অাজ সন্ধায় নাগেশ্বরী প্রেসক্লাবে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব অালহাজ্ব অাব্দুর রহমান মিয়া, মেয়র নাগশ্বরী পৌরসভা,বিশেষ অতিথি মজিবুর রহমান বীরবল,ওমর ফারুক মহোনা টেলিভিশনের প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃষ্টি টিভির উপজেলা প্রতিনিধি মজিবর রহমান, দৈনিক যুগান্তর প্রনিতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন,ভোরের কাগজ প্রতিনিধি পাভেল জামান,সমকাল প্রতিনিধি গোলাম মওলা সিরাজ,ইনকেলাব প্রতিনিধি রফিকুল ইসলাম দৈনিক সাতমাথা প্রতিনিধি মোসলেম উদ্দিন,ভোরের দর্পন প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়,সকালের খবর প্রতিনিধি লতিফুর রহমান সিদ্দিকী লিংকন, সাংবাদিক নুর ইসলাম সহ অনেকে।
জয়যাত্রা টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম শফি প্রধান অতিথির মাধ্যমে প্রায় ১শত গাছের চারা বিতরণ করে। অনুষ্ঠনটি পরিচালনা করেন টুয়েনটি ফোর চ্যানেলের জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ।