মোঃবুুলবুুল ইসলাম,কুুুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুুুুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ৩য় তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন।
শুক্রবার (৫মার্চ) আছরের পর থেকে মধ্যরাত পর্যন্ত হলোখানা ইউনিয়নের বড়াইবাড়ী (৯নংওয়ার্ড) গ্রামের এমপির মোড় এলাকার কবরস্হান বৃদ্ধির লক্ষে খোলা মাঠে যুুব সমাজের উদ্যোগে এ ঐতিহ্যবাহী এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ও মিডিয়া ব্যক্তিত্ব , এশিয়ান টিভি ও চ্যানেল নাইন এর ধর্মীয় আলোচক হযরত মাওলানা মোঃ গোলাম রব্বানী (যুক্তিবাদী)।
অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ লতিব ব্যাপারীর সভাপতিত্বে মাহফিলে বয়ান পেশ করেন- হযরত মাওলানা মোঃ সিরাজুল ইসলাম (সিরাজী)।
এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগনসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।
মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।