সিরাজুল ইসলাম মিঞা
স্বপ্নের পদ্মা সেতু
বাঙালি জাতির গর্বের ধন,
যাহার স্বপ্ন দ্রষ্টা শেখ হাসিনা
জাতির জনকের কন্যা।
গোস্বা করেছিলেন ডঃ ইউনুস,
শেখ হাসিনা সরকার পরে,
গাঁট-ছড়া বাঁধিলেন হিলারীর সহিত,
মার্কিন মুলুকে গিয়ে।
দিশা না পেয়ে ইউনুস হিলারী মিলে,
মিনতি করিলেন বিশ্ব ব্যাংক দপ্তরে গিয়ে,
হিলারী কহিলেন মাই বাংলাদেশী ফ্রেন্ড ডঃ ইউনুস,
শেখ হাসিনা সরকার হটাবার সুযোগ বড়ই মুখ্যম।
অনুগ্রহ করে দুর্ণীতির অভিযোগ তুলে,
পদ্মা সেতুর নির্মাণের অর্থ দিন বন্ধ করে,
ক্ষেপিয়া উঠিলেন বাংলার জনগণ,
শেখ হাসিনা সরকারের ঘটিবে নির্ঘাত পতন।
অর্থ যোগান বন্ধ হইল বিশ্ব ব্যাংক থেকে,
হাসিনা সরকার সে চ্যালেঞ্জ গ্রহন করিলেন লুফে,
ঘোষনা দিলেন বাংলার জনগণে,
পদ্মা সেতু করিবে নির্মাণ আপন অর্থায়নে.
ষড়যন্ত্রের জ্বাল হইল ফাঁস,
নিজ কর্মদোষে ডঃ ইউনুস ,
হারাইলেন যত বিগত অর্জন.
কপালে আঁকিলেন চক্রান্তকারী তিলক।
উন্নয়নের কি পয়েন্ট হিসাবে,
দ্যুতি ছড়াল স্বপ্নের পদ্মা সেতু,
বিশ্ব রাজনীতি অঙ্গনে ছড়ায়ে পড়িল
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার খ্যাতি।
দেশী বিদেশী চক্রান্ত নস্যাৎ করে
আপন অবয়বে মাথা তুলিয়াছে
স্বপ্নে সে সেতু পদ্মা
নাম হউক তার শেখ হাসিনা।
লেখক-প্রয়াত কবি সিরাজুল ইসলাম মিঞা