কবিতা-
*আমি তো নই সে *
কলমে-অবন্তী পিয়া
চট্টগ্রাম, বাংলাদেশ।
আমি তো নই সে-
যার ছবি আঁকা আছে তোমার হৃদয়ের ক্যানভাসে।
আমি তো নই সে-
যে আছে তোমার গল্প, কবিতা,উপন্যাসে।।
আমি তো নই সে-
যে আছে তোমার শয়নে, স্বপনে, জাগরণে ছায়া সঙ্গী হয়ে।
আমি তো নই সে-
যাকে নিয়ে তোমার হৃদয় রাজ্যের স্বপ্নগুলো ভাসে দু’চোখে।
আমি তো নই সে-
জীবনসঙ্গী বানানোর প্রতিক্ষায় যা জন্য তোমার দিন কাটে।
আমি তো নই সে-
জোৎস্ন্যা রাতে যে তোমার জেগে থাকার সাথি হবে।
আমি তো নই সে-
যার বিরহে তোমার দু’চোখ জলে প্রকৃতি ভেসে যাবে।
আমি তো নই সে-
যে তোমায় আগলে রাখবে মায়ার আঁচলে।
আমি তো নই সে-
যার নীরবতা তোমাযকে অস্থির করে তোলে।
আমি তো নই সে-
তোমার হৃদয় বাঁধা পড়েছে যার হৃদয়ে।
আমি তো নই সে-
যাকে ছাড়া বাঁচবে না তুমি- হবে দিশেহারা,
আমি তো নই সে-
তোমার ভালোবাসার রানি – প্রাণ ভোমরা।