download

মোহাম্মদ মানিক হোসেন, (দিনাজপুর) প্রতিনিধি:

লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা, দেশের সর্বজনের নিকট পরিচিত। দিনাজপুরের গ্রীষ্মকালীন রসালো ফল লিচুর বাগান গুলোতে মুকুল আসতে শুরু করেছে থোকায় থোকায়।

ফালগুন মাসের ৫/৬ তারিখ থেকে লিচুর গাছ গুলোতে ফুল ও মুকুল ধরছে ব্যাপক হরে। এসব সঠিক ভাবে পরির্চচা না করলে ঝড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লিচু বাগান চাষীরা প্রতিদিন সকাল-বিকাল লিচুর গাছ গুলোতে পানি এবং পোকা-মাকড়ের আক্রমন থেকে রেহাই পাওয়ার জন্য কীটনাশক নিতে আসছে লিচু বাগান চাষীরা । তবে গত বছরের তুলনায় এ বছর লিচুর বাগানের গাছ গুলোতে ফুল মুকুল বেশী আসায় বাগান চাষীদের মুখে হাসি ফুটতে দেখা গেছে।

এদিকে জেলা কৃষি অফিসার জানান, বর্তমানে যেরুফ আবহাওয়া রয়েছে তা লিচুর জন্য ভালো এবং অএ এলাকার মাটি ও আবহাওয়া লিচু চাষাবারে ক্ষেএে সবচেয়ে উপযোগী।

পোকা-মাকড় বা প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটলে এবার লিচুর বাম্পার ফলনের স¤া¢বনা দেখা দিয়েছে। আমাদের সহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে লিচু চাষীদেরকে লিচুতে কোন ধরনের পোক-মাকড়ের আক্রমণ ঘটাতে না পারে সেই দিক লক্ষ করে তারা বিভিন্ন ধরনের পরাপর্শ দিয়ে আসছেন কৃষককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *