কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ৭০জন কৃষক-কৃষাণীকে গ্রীন এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় এ্যাওয়ার্ডের সাথে একটি করে গ্রামীণ গামছা এবং টি শার্ট দেয়া হয়। রবিবার দুপুরে জেলার সামাজিক একটি স্বেচ্ছাসেবি সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন,ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম (শফি),গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী।
দেশের দারিদ্র্যতম ও কৃষি নির্ভরশীল জেলা কুড়িগ্রামে পরিবেশ রক্ষার্থের কৃষককে উদ্বুদ্ধ করার লক্ষ্য কাজ করছে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে কৃষি বিভাগের সহযোগিতায় ভিতরবন্দ ইউনিয়নের কৃষকদের কীটনাশক ব্যবহার পরিহার করে গোবর ও জৈব সার দিয়ে আবাদ করতে উৎসাহ প্রদান করেছে। খাদ্য উৎপাদনকারী যোদ্ধা কৃষক-কৃষাণীদের সামাজিকভাবে সম্মানিত করতে এই গ্রীন এ্যাওয়ার্ড দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *