কলমে- শাশ্বতী রায়
বাঙালী আমি, বাংলা–
তোমার কাছে কৃতজ্ঞতা।
ফুল, পাখি, নদী, সাগর, পাহাড়
তোমাদের কাছে নেই শেষ
কৃতজ্ঞতার। 🙏🙏

অক্ষর তোমার কাছে কৃতজ্ঞতা
কবি, সাহিত্যিক ,শিল্পী, গায়ক, সুরকার
আছে যত মানুষ গড়ার কারিগর,
অক্ষরের সাথে সম্পর্কযুক্ত
আছে যারা সকলের কাছে
আমার অনেক কৃতজ্ঞতা। 🙏🙏

বাঙ্গালী আমি
আমার বাঙালি কৃষক -কৃষানী
জেলে, দিনমজুর/শ্রমিক, কুলি,ম্যাথর,মুচি
সর্বশ্রেণীর কাছে কৃতজ্ঞ আমি।🙏🙏

সকলের কাছে আমার অনেক ঋণ
নার্স, ডাক্তার আছেন যারা, ভগবানের পরে স্থান
মৃত্যু পথযাত্রী যাদের সেবায় ফিরে পায় প্রাণ ;
এক জন্মে হবে না শোধ তোমাদের ঋণ,
আবার আসবো বারে বারে এই অবনী পর।

আছে যত শহীদ বুদ্ধিজীবি,বীর, বীরাঙ্গনা
তাদের প্রতি কৃতজ্ঞতার নেই সীমানা।
জ্ঞানগঞ্জে আছে যত সাধু যোগীজনা
যানরা দিনের পর দিন পৃথিবীর –
ভারসাম্য করছেন রক্ষা।
তাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা
হৃদয় গহীন থেকে আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *