নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ বিষয়ক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে বুধবার সকালে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়ন ফেডারেশন মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আইএসপি ও এসআরএইচআর প্রকল্পের কচাকাটা জোনের ব্যবস্থাপক তারেক আজিজ, টেকনিক্যাল কো-অর্ডিনেটর ঝরণা বেগম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির প্রণয় গাঙ্গুলী, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাফি প্রমূখ। এসময় ইউনিয়নটির ৯টি ওয়ার্ডের প্রতিনিধিত্ব দানকারী কিশোর কিশোরী, ইউপি সদস্য, কাজীসহ সচেতন মহল উপস্থিত ছিলেন।
এখানে বক্তারা বলেন, দূর্যোগকালীন সময়ে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কচাকাটা থানার কেদার, কচাকাটা ও বল্লভের খাষ ইউনিয়নের মোট ২১৬ জন কিশোর কিশোরীদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ প্রাপ্তরা সেচ্ছাশ্রমে নিজেদের এলাকায় কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *